
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ২০:৪৬

রাজবাড়ী জেলায় পদ্মার তীরে বন্যা পরবর্তিতে জেগে ওঠা চরে এবার আগাম চাষ করা উন্নত জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা হাইব্রিড বিউটি প্লাস জাতের টমেটো চাষ করেছেন। স্থানীয় কৃষকরা জানান, ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় টমেটোর দামও ভালো, ফলে তাদের মুখে হাসি ফুটেছে।
