জয়পুরহাটের পাঁচবিবিতে বণিক সমিতির ৬ষ্ঠ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় পাঁচবিবি স্টেডিয়াম মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তাইজুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ব্যবসায়ীদের ভূমিকা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচবিবি বণিক সমিতির কার্যক্রম ব্যবসায়ীদের উন্নয়নে অবদান রাখছে এবং ভবিষ্যতে আরও নতুন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং স্থানীয় ব্যবসার উন্নয়নে সমিতি কাজ করছে। ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উপস্থিত অতিথিরা বলেন, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ করে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তারা।
সাধারণ সভায় ব্যবসায়ীদের নানা দাবি ও পরামর্শ শোনা হয়। তারা স্থানীয় বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান এবং নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান।
এছাড়া, ব্যবসায়ীদের কল্যাণে নতুন কিছু পরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সভায় বিভিন্ন কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়, যা আগামী দিনে কার্যকর করার প্রতিশ্রুতি দেন নেতারা।
সভায় জেলা ও উপজেলার বিশিষ্ট ব্যবসায়ীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।