গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
উপজেলা প্রতিনিধি - গোপালপুর , টাঙ্গাইল
প্রকাশিত: মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪ ০৬:৫৩ অপরাহ্ন
গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

চলতি রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য গোপালপুর উপজেলায় ৫ হাজার ৬০০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার, উপজেলা কৃষি বিভাগ আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন।


উপজেলার কৃষি প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তৌশিকুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার মো. রুহুল আমিন, সমাজসেবা অফিসার মো. এখলাছ মিয়া সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। 


এ উপলক্ষে কৃষকদের মধ্যে সরিষা ফসলের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে এসব উপকরণ বিতরণ করা হবে, যা তাদের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘‘সরিষার উৎপাদন বাড়াতে আমাদের এই উদ্যোগ, যাতে কৃষকরা আরও ভালো ফলন পায় এবং তাদের জীবনমান উন্নত হয়।’’  


এদিকে, কৃষকরা এই সহায়তা পেয়ে বেশ আনন্দিত। তাদের মতে, বিনামূল্যে সার ও বীজ পাওয়ার ফলে তাদের ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব হবে, যা তাদের আর্থিক অবস্থার উন্নতির সহায়ক হবে।