কুয়াকাটায় নির্মাণ শ্রমিকদের মৃত্যু: দেয়াল চাপা পড়ে প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৪ঠা নভেম্বর ২০২৪ ০৫:০৭ অপরাহ্ন
কুয়াকাটায় নির্মাণ শ্রমিকদের মৃত্যু: দেয়াল চাপা পড়ে প্রাণহানি

পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন দোকান ঘরের দেয়াল চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা রাখাইন পল্লীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন কামাল মিস্ত্রি (৪০) ও আবু বকর (৪২)।


প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটের উত্তর পাশে মং উশে বাবুর পরিচালনায় দোকান ঘরের সংস্কার কাজ চলাকালে হঠাৎ করে সামনের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই কামাল ও আবু বকর নিহত হন। দুর্ঘটনার পর শত শত লোক উপস্থিত হয়ে তাদের মৃতদেহ বের করার চেষ্টা করেন। 


মহিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত শুরু করে। ওসি মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিক সুরাতহাল শেষে মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


নিহত কামালের বাবা হাকিম আলী এবং আবু বকরের বাবা আব্দুর রহমান কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের নবীনপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, এবং পরিবারগুলোতে চলছে আহাজারি।


এই দুর্ঘটনা শ্রমিকদের নিরাপত্তা প্রশ্নে নতুন করে আলোচনা শুরু করেছে, বিশেষ করে নির্মাণ ক্ষেত্রের ঝুঁকির বিষয়ে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।