শূন্য পদ পূরণে লক্ষাধিক শিক্ষক নিয়োগের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শনিবার ২রা নভেম্বর ২০২৪ ১১:০১ পূর্বাহ্ন
শূন্য পদ পূরণে লক্ষাধিক শিক্ষক নিয়োগের উদ্যোগ

সরকার সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে লক্ষাধিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করবে, যা শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদার ওপর ভিত্তি করে তৈরি হবে। এ জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ইতোমধ্যে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে।


এনটিআরসিএ সূত্র জানিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা প্রায় ১ লাখ হতে পারে। এর আগে প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ৯৭ হাজার পদের মধ্যে মাত্র ১৯ হাজার পদ পূরণ হয়েছে। চলতি বছরে অবসরের কারণে আরও ২০ থেকে ২৫ হাজার নতুন পদ শূন্য হয়েছে।


শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করার জন্য গত ৩০ অক্টোবর অনলাইনে একটি কার্যক্রম শুরু হয়েছে, যা "ই-রিকুইজিশন" নামে পরিচিত। এই কার্যক্রমের মাধ্যমে আগামী ১০ নভেম্বর পর্যন্ত চাহিদা জমা দেওয়া যাবে। এবারের গণবিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী তিন বছরের (৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) সম্ভাব্য শূন্য পদের চাহিদা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক জানান, শূন্য পদের চাহিদা পাওয়ার পর তা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


এনটিআরসিএ ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করছে এবং ২০১৫ সালে সরকারের মাধ্যমে নিয়োগ সুপারিশের ক্ষমতা পায়। এর আগে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।