জয়পুরহাটের পাঁচবিবিতে ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে মহীপুর ভাসানী স্মৃতি সংসদ আয়োজনে আটাপুর ইউপি চেয়ারম্যান আবু’র সার্বিক পৃষ্ঠপোষকতায় মহীপুর হাজী মহসীন সরকারী কলেজ মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়।
সন্ধ্যায় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক লালনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,মহীপুর হাজী মহসীন সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহীপুর হাজী মহসীন সরকারী কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ইবনে আবু সাঈদ, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু, উচাই জেরকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, মহীপুর মাওলানা ভাসানী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, ঢাকা শ্যামলী টেক কেয়ার হাসপাতালের পরিচালক ওয়াহেদুজ্জামান (জনি), উচাই গ্রীণ ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ একেএম আবু রায়হান।
এসময় সেখানে আটাপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম, ফয়সাল হোসেন, মহীপুর ভাসানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ডা: রেজাউল হক, উচাই জেরকা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক তাইজুল ইসলাম, যুবনেতা মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল ইসলাম মামুন, ক্রিড়া সংগঠক মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম ইসলাম মানিক, আবু নাছেরসহ অনেকে উপস্থিত ছিলেন।
খেলায় আটাপুর ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের ৯টি দল অংশ গ্রহন করেন। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন মহীপুর ভাসানী স্মৃতি সংসদ বনাম পাকুরিয়া নীলতাপাড়া বিরঞ্জন ক্রিকেট ক্লাব। প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মহীপুর ভাসানী স্মৃতি সংসদ। মহীপুর ভাসানী স্মৃতি সংসদ ২৫৯ রানের টাগেট দেয় পাকুরিয়া নীলতাপাড়া বিরঞ্জন ক্রিকেট ক্লাবকে। পরে পাকুরিয়া নীলতাপাড়া বিরঞ্জন ক্রিকেট ক্লাব- ১৩২ রান করে অলআউট হয়।