প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ২১:১৮

নওগাঁ পুলিশ সুপারের নেতৃত্বে ১৯ মাস পর নওগাঁ জেলার আত্রাই থানার আলোচিত সুমন হত্যা মামলার রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি শাফিউলকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় আত্রাই থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
