রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার ৩৩ কিলোমিটার পূর্বাঞ্চলে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প সংঘটিত হয়।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল।
স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, তারা হালকা কাঁপুনি অনুভব করলেও তা খুব অল্প সময়ের জন্য ছিল। কেউ কেউ প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের খবর দেখে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন তারা।
একাধিক বাসিন্দা জানান, ঘুম থেকে উঠে বা সকালের কাজের মধ্যেই তারা হালকা কম্পন টের পান। তবে অধিকাংশ মানুষ কোনো ধরনের কাঁপুনি অনুভব করেননি বলেও জানিয়েছেন স্থানীয় সূত্র।
এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝেমধ্যে এমন ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হতে পারে। তবে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি এড়াতে ভবন নির্মাণে নিয়ম মানা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তারা।