রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মহিদাপুর আশ্রয়ণ প্রকল্পের জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
স্হানীয় মহিদাপুর গ্রামের সিরাজ মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জয়নদ্দিন নামের এক প্রভাবশালী ব্যাক্তি এ কাজটি করছেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পের জায়গায় অনেক আগে থেকেই তিনি একটি দোকান ঘর তুলে মুদি ব্যবসা করে আসছেন। তারপরও নতুন করে আরো একটি পাকা দোকান ঘর তৈরির কাজ শুরু করেছেন। তবে তার কোন প্রশাসনিক অনুমতি নেই।
এ বিষয়ে জাহিদুল ইসলাম জানান, আমি খুবই সাধারণ একজন মানুষ। নদী ভাঙনের শিকার হয়ে আরো অনেকের মতো এই এলাকায় এসে বসবাস এবং মুদি দোকান করে জীবিকা নির্বাহ করছি। তবে আশ্রয়নের জায়গায় নতুন করে পাকা স্হাপনা নির্মান করতে তিনি প্রশাসনের কোন অনুমতি নেননি বলে স্বীকার করেন।
তিনি দাবি করেন, এলাকার সবার কাছে শুনে নিয়ে ফাঁকা পড়ে থাকা জায়গাটিতে এ কাজটি করছেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, খবর পেয়ে আমি কয়েকদিন আগে কাজ বন্ধ করে দিয়েছিলাম। আবারো কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, একজন অসহায় মানুষ প্রশাসনের অনুমতি নিয়ে আশ্রয়ণ প্রকল্পে দুই শতাংশ জায়গায় বসবাস করতে পারবে। তার বেশি সে নিতে পারবে না। আশ্রয়ণ প্রকল্পের জায়গা দখল করে দোকানঘর নির্মান করার বিষয়টি দু:জনক। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।