প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ২০:২৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার বিরুদ্ধে ১১১টি মামলা দেওয়া হয়েছে এবং তিনি ১১ বার কারাবরণ করেছেন। তবে কোনো চুরি-ডাকাতির কারণে নয়, বরং দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে তাকে বারবার কারাগারে যেতে হয়েছে। এজন্য তার কোনো দুঃখ বা কষ্ট নেই।

