
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৯:১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের তিনজন সংসদ সদস্য প্রার্থী একই মঞ্চে দাঁড়িয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেদের নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন। এ সময় তারা শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন।
