
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কয়েকদিন ধরে সূর্য দেখা যাচ্ছে না। সারাদিন চারপাশ ঘন কুয়াশার সাদা চাদরে ঢাকা থাকে, যেন বৃষ্টি পড়ছে। তীব্র হিমেল হাওয়া ও কুয়াশার কারণে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ সমস্যার মুখে পড়েছেন। নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষদের দুর্ভোগ আরও বেড়েছে।
