প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নোয়াখালী শহর আবারও পানিতে ডুবে গেছে মাত্র তিন ঘণ্টার টানা বৃষ্টিতে। মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও আবাসিক এলাকাগুলো পানির নিচে চলে গেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলা সদরের প্রধান সড়কগুলোসহ অনেক বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি অফিসে পানি ঢুকে পড়েছে। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নোয়াখালী পৌর এলাকা এবং আশপাশের নিম্নাঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
জেলা শহরের স্টেডিয়াম এলাকা, ইসলামিয়া রোড, টাউন হল মোড় রোড, পৌর বাজার সড়কসহ বহু জায়গায় নালা ও ড্রেনেজ ব্যবস্থার অকার্যকারিতার কারণে পানি জমে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বছরের পর বছর ধরে অব্যবস্থাপনার কারণে এই অবস্থা বারবার ঘটছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না।
বেগমগঞ্জ উপজেলার একলাশপুর, হাজীপুর, দুর্গাপুর ও নরোত্তমপুর ইউনিয়নের বাসিন্দারাও দীর্ঘদিন ধরে একই সমস্যায় ভুগছেন। এসব এলাকায় বাড়ির আঙিনায় জমে থাকা পানি এখনো নামেনি। ফলে অনেক মানুষ নৌকা ব্যবহার করেই চলাচল করতে বাধ্য হচ্ছেন।
বেগমগঞ্জের বাসিন্দা লাল মিয়া জানান, গত ২০ দিন ধরে আমাদের এলাকায় পানি জমে আছে। কোথাও যাওয়া-আসার উপায় নেই। ছোট নৌকা ভাড়া করে চলাফেরা করতে হচ্ছে। পানি উঠে ঘরের ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, শহরের চারপাশের খাল ও জলাশয়গুলো দখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের সুযোগ নেই। তার ওপর ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই এ ধরনের জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
অনেকেই দায়ী করছেন পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে। তারা বলছেন, প্রতি বছর বর্ষা এলেই একই চিত্র। নাগরিক দুর্ভোগের কথা বারবার বলেও কোনো কাজ হয় না। দ্রুত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
শহরের এই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ। এখনই পদক্ষেপ না নিলে সামনে আরও বড় দুর্ভোগের আশঙ্কা করছেন নোয়াখালীবাসী।