সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই ২০২৫) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের যৌথ আয়োজনে আয়োজিত লটারিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি কৃষ্ণা রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা (কমিটির সদস্য সচিব), কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা এবং প্রেস ক্লাবের সভাপতি।
উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৩৬টি খাদ্যবান্ধব ডিলার পদের বিপরীতে ১২০ জন প্রার্থী আবেদন করেন। সকল আবেদনকারীর নাম নিয়ে একটি উন্মুক্ত ও স্বচ্ছ লটারি পদ্ধতিতে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রত্যেক ইউনিয়নের জন্য নির্ধারিত সংখ্যক ৩৬ জন সফলভাবে ডিলার হিসেবে মনোনীত হন।
লটারির পুরো প্রক্রিয়াটি ছিল উন্মুক্ত, সবার সামনে পরিচালিত, এবং স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হওয়ায় প্রার্থীদের মধ্যে ব্যাপক সন্তুষ্টি দেখা যায়। অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন স্বচ্ছ প্রক্রিয়া আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এই ডিলার নিয়োগের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির সুফল সঠিকভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।