প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৮:৩
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার বিকাল থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পদ্মা নদীতে তীব্র বাতাস ও ঢেউয়ের কারণে দুর্ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
বিকাল সাড়ে ৩টার দিকে পদ্মা নদীর পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এসময় ঘাটে থাকা কর্মকর্তারা নদীতে চলাচলরত লঞ্চগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যেতে নির্দেশ দেন এবং নতুন করে কোনো লঞ্চ ছাড়তে না দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাফিক বিভাগের ঘাট তত্ত্বাবধায়ক মো. শিমুল ইসলাম জানান, নদীতে তীব্র বাতাস বইছে এবং পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অপরদিকে, ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যানবাহন ও জরুরি যাত্রীদের পারাপারে তেমন সমস্যা হয়নি। দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছেন, বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে এবং যানবাহনের কোনো সিরিয়াল তৈরি হয়নি।
বিকালের দিকেই দৌলতদিয়া ঘাটে আবহাওয়ার অবনতির কারণে ছোট লঞ্চগুলো নিয়ন্ত্রণে রাখা হয়। যাত্রীদের সতর্ক করে নদী পারাপারের জন্য ফেরিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
স্থানীয়দের মতে, পদ্মা নদীতে এ ধরনের বৈরী অবস্থা প্রায়ই দেখা গেলেও গত কয়েকদিনের তুলনায় আজকের পরিস্থিতি ছিল অনেক বেশি উত্তাল। ফলে সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়ে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানায়।
ঘাট এলাকায় দায়িত্বপ্রাপ্ত নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্মকর্তারা যৌথভাবে নজরদারি করছেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে এবং যাত্রীদের অনুরোধ করা হয়েছে নির্ধারিত ঘোষণা না দেওয়া পর্যন্ত ঘাটে ভিড় না করার জন্য। এই অবস্থায় যাত্রীদের সচেতনতা এবং ধৈর্যকে অগ্রাধিকার দিতে বলেছেন প্রশাসনের কর্মকর্তারা।