প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১১:৪৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সব ধরনের প্রযুক্তি-নির্ভর হস্তক্ষেপ মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি এমন একটি আধুনিক হুমকি, যা অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে। কমিশন চাইছে যাতে এ ধরনের প্রযুক্তিগত হস্তক্ষেপ প্রতিরোধ করে একটি সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, ভোটারদের আস্থা ফেরানো এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করাটাও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
নির্বাচন যেন সহিংসতামুক্ত হয়, সে জন্য আগেই সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, দিনের আলোয় সব কার্যক্রম সম্পন্ন করাই স্বচ্ছতার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি।
তিনি বলেন, রাতের আঁধারে কোনো নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করা হবে না। ভোট ও নির্বাচনের সব প্রস্তুতি হবে প্রকাশ্যেই। এভাবেই স্বচ্ছতা নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যাবে।
কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিও দেন সিইসি। তিনি বলেন, এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে।
সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি আরও উল্লেখ করেন, কমিশন চায় যাতে সব শ্রেণির মানুষ নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই লক্ষ্যেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।