প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:৪৩
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে মাদারীপুর জেলা শহরের মুক্তমঞ্চ এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা স্লোগান দিতে থাকেন "গণতন্ত্রের পথে গুলি নয়, হামলার বিচার চাই"। বক্তারা বলেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে আমাদের নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, যা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এমন হামলার মাধ্যমে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে চাচ্ছে, কিন্তু জনগণ এর জবাব দেবে।
নেতারা আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি সব সময় শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চায় বিশ্বাস করে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের বারবার টার্গেট করা হচ্ছে। আমরা গোপালগঞ্জে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বক্তব্যে আরও বলা হয়, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা না নেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। হামলাকারীরা যদি বিচারের মুখোমুখি না হয়, তাহলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, যা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা নাগরিক পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলার আহ্বায়কবৃন্দসহ অন্যান্য নেতা-কর্মীরা।
বিক্ষোভকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানে লেখা ছিল— ‘হামলার বিচার চাই’, ‘গণতন্ত্রে রক্ত নয়’, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলা কেন?’ ইত্যাদি স্লোগান।
এই কর্মসূচির মধ্য দিয়ে নাগরিক পার্টি আবারও প্রমাণ করেছে তারা সাধারণ মানুষের অধিকারের পক্ষে এবং গণতন্ত্র রক্ষায় সচেষ্ট। গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানান দলের জেলা নেতৃবৃন্দ।