প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:২৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল
গাফফার তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শামীম আফ্রিদি, ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস, আন্দোলনের সমন্বয়ক মিরাজ ও আহত জুলাই যোদ্ধা নাজমুল। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং যেসব পরিবার সদস্য শহীদ হয়েছেন তাদের পাশে প্রশাসন
আছে। তিনি আরও বলেন, হিজলা উপজেলার তিনজন শহীদ রিয়াজ, আতিক ও শাহিনসহ মোট ২২ জন আহত হন বলে তালিকাভুক্ত হয়েছে এবং শহীদদের স্মরণে কিছু স্থায়ী উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথা উঠে এসেছে যা বাস্তবায়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ
গৌতম চন্দ্র, ইউডিএফ ওয়াহিদুজ্জামান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শহীদ ও আহতদের পরিবারের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং আন্দোলনের স্মৃতি ধরে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে স্মরণিক আয়োজনের কথা পুনরায় আলোচনা হয়। জাতীয় পর্যায়ে জুলাই আন্দোলনের তাৎপর্য স্মরণ করে এই আলোচনা সভা হিজলার মানুষকে আবারও ঐক্যবদ্ধ ও সচেতন করেছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে অম্লান রাখতে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।