প্রকাশ: ২৭ মে ২০২৫, ১১:১৩
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে বিজিএফ কার্ডের চাউল আত্মসাতের অভিযোগে সেনা সদস্যরা অভিযান চালিয়েছে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সেনাবাহিনীর পাশাপাশি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। অভিযানে অবিতরণকৃত চাউলের বস্তাগুলো ইউপি কার্যালয়ে পাওয়া গেছে এবং চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ের চেষ্টা চলছে।
গত দুই বছর ধরে প্রতি মাসে ৩০ কেজি করে চাউল বরাদ্দ থাকলেও অনেক উপকারভোগী কম পরিমাণে চাউল পাওয়ার অভিযোগ করেছেন। ৫ মাসের বরাদ্দ অনুযায়ী প্রত্যেক গ্রাহকের হাতে ১৫০ কেজি চাউল পাওয়া উচিত ছিল, কিন্তু অনেকের হাতে ৫০ কেজি বা ১০০ কেজি চাউল গিয়েছে বলে জানা গেছে। চেয়ারম্যান মাষ্টাররোলে স্বাক্ষর না নিয়ে চাউল আত্মসাতের চেষ্টা করেছেন বলে অভিযোগ ওঠে।
অভিযুক্ত ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন রুহুল দাবি করেন, বৃষ্টির কারণে পুরো বরাদ্দ চাউল আনতে পারেননি এবং ইতোমধ্যে ১৫ টন চাউল বিতরণ করেছেন। বাকী চাউল দ্রুত বিতরণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন ফুয়াদ জানান, অভিযোগ তদন্তের জন্য দ্রুত ইউপি চেয়ারম্যানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম বলেন, চেয়ারম্যান কোনো মাষ্টাররোলে স্বাক্ষর দেখাতে পারেননি, তবে অবিতরণকৃত চাউল ইউপি কার্যালয়েই পাওয়া গেছে। সরাসরি চাউল আত্মসাতের প্রমাণ না থাকায় আদালত কোন ব্যবস্থা নিতে পারেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসনাত খাঁন জানান, অভিযান ও তদন্তের সত্যতা নিশ্চিত করেছেন। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অভিযানের মাধ্যমে চাউল আত্মসাতের অভিযোগের সত্যতা উদঘাটনের কাজ চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।