প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:৩
রাজধানীর আগাসাদেক রোড এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে একটার মধ্যে ৭১ মেকানাইজড ব্রিগেডের ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযান থেকে মোট ১৯৭৮ বোতল সালসা, একটি মোটরসাইকেল এবং ১০ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
অভিযানে আটকরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তারা প্রায় চার বছর ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে পাইকারি দামে মাদক সংগ্রহ করে দোকানগুলোতে বিক্রি করতেন। সন্ধ্যার পর থেকেই ওই দোকানগুলোতে মাদক কেনাবেচা শুরু হতো এবং বেশিরভাগ মাদক সেবনকারী অল্পবয়সী যুবক।
স্থানীয়রা বলছেন, দোকানগুলোতে মাদক সেবন প্রায় প্রকাশ্যেই চলত। এমনকি দুধের সঙ্গে সালসা মিশিয়ে সেবন করা হত এবং দোকানে ব্লেন্ডার মেশিন রাখা থাকত যাতে সহজে মিশ্রণ করা যায়। দোকানদার রফিক জানান, সন্ধ্যার পর থেকে মাদক সেবনের আসর বসত এবং তারা খুব উগ্র আচরণ করত, ফলে এলাকায় নিরাপত্তাহীনতা দেখা দিত।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, অভিযানে শুধু মাদক নয়, গুঁড়া দুধের প্যাকেট, নগদ ২০ হাজার টাকা এবং মাদক ব্যবহারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অভিযানগুলো দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
এদিকে, এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়ে আশ্বস্ত হয়েছে। তারা আরও বলেন, এই অভিযান মাদক চক্র দমন করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং তারা আশা করেন এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে মাদক প্রবণতা কমানো সম্ভব হবে।