কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসকের দেবীদ্বার পৌরসভার বারেরা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় নিহত অটো চালক সানাউল্লাহ (৩৫)’র সংগৃহীত ছবি
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌরসভার বারেরা বাস স্ট্যান্ড এলাকায় ট্রাক- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের।
নিহত অটোরিকশা চালক সানাউল্লাহ সরকার(৩৫) উপজেলার বাঙ্গুরী গ্রামের বরকত সরকার বাড়ির লিয়াকত আলী সরকারের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল অনুমান ৪টায় কুমিল্লাগামী মালবাহী একটি ট্রাকের সাথে দেবীদ্বারগামী একটি অটোরিকশা মুখমোখী সংঘর্ষে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোচালক গুরুতর আহত হলে তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ইমাম হোসেন জানান, সানাউল্লাহ সকালে নাস্তা খেয়ে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। বিকেলে শুনতে পাই এক্সিডেন্ট করেছে, দেবীদ্বার হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে এসে দেখি ভাই আমাদের ছেড়ে চলেগেছে। পুত্র হারা মা’ এবং স্বামী হারা স্ত্রী লাশের পাশে বুকফাটা আর্তনাদ করছেন। নিহতের ২টি কণ্যা সন্তানও রয়েছে।
এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পারভেজ আলী জানান, আমাদের পুলিশ দূর্ঘটনাস্থলে আছেন। ওনারা ঘটনার তদন্ত ও নিহতের পরিবারের সাথে কথা বলার পরই আইনগত ব্যবস্থা নেব। ঘাতক ট্রাকটি এখনো আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।