প্রকাশ: ২৬ মে ২০২৫, ২১:২১
দেবীদ্বার উপজেলার নিউমার্কেট এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিনের যানজট নিরসনে বহুল প্রত্যাশিত রুট ডিভাইডার নির্মাণ কাজ শুরু হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে চলমান রয়েছে নির্মাণ কার্যক্রম, যা শেষ হলে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এলাকাবাসীর মতে, মহাসড়কটি প্রতিদিন হাজারো যানবাহনের চাপ সামলাতে গিয়ে বিশৃঙ্খলার শিকার হয়। বিশেষ করে নিউমার্কেট এলাকায় পথচারী, যাত্রী এবং ব্যবসায়ীদের পোহাতে হয় ব্যাপক দুর্ভোগ। ডিভাইডার নির্মাণ হওয়ার ফলে সুশৃঙ্খলভাবে যান চলাচল সম্ভব হবে এবং দুর্ঘটনার হারও কমে আসবে বলে অনেকে আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জানান, মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে ডিভাইডার একটি কার্যকর পদক্ষেপ। এই প্রকল্প দ্রুত শেষ করতে স্থানীয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ তদারকি করছেন।
স্থানীয় সড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই ডিভাইডার নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ডিভাইডারটি তৈরি হলে মহাসড়কটিতে যান চলাচলের গতি বাড়বে এবং পথচারীদের পারাপারেও থাকবে নিয়মশৃঙ্খলা।
ডিভাইডার নির্মাণের কাজ শুরু হওয়ায় এলাকার দোকান মালিক ও ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, অব্যবস্থাপনার কারণে এতদিন তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন পরিস্থিতি উন্নত হলে ব্যবসায়ও গতি আসবে।
গাড়িচালকদের মতে, এই মহাসড়কে নিয়মিতভাবে সময় নষ্ট হচ্ছিল জটিল ট্রাফিক পরিস্থিতির কারণে। ডিভাইডার থাকলে যাত্রার সময় হ্রাস পাবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে।
নিরাপদ, দৃষ্টিনন্দন ও পরিকল্পিত শহর গঠনে সড়কের শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। দেবীদ্বারে এই ডিভাইডার নির্মাণের মধ্য দিয়ে একটি বড় অগ্রগতি হয়েছে বলে মনে করেন সচেতন মহল।