প্রকাশ: ২১ মে ২০২৫, ২১:২৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ছড়ার পানিতে ডুবে রেহানা আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। বুধবার (২১ মে) বিকেল ৫টার দিকে কালাপুর ইউনিয়নের শাওন ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেহানা উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকার রমজান মিয়ার মেয়ে। সে ভৈরবগঞ্জ বাজারের শাহজালাল কেজি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।