প্রকাশ: ২৮ মে ২০২৫, ১১:২৪
সংযুক্ত আরব আমিরাতের কাছে হতাশাজনক পরাজয়ের রেশ এখনও কাটেনি। তবে ক্রিকেটের নিয়মই হলো হার-জিত ভুলে সামনে এগিয়ে যাওয়া। এবার বাংলাদেশ ক্রিকেট দলের সামনে কঠিন এক চ্যালেঞ্জ, প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ জয় এসেছিল প্রায় এক দশক আগে, তাই এবার লাহোরের মাঠে নামার আগে বাড়তি চাপ রয়েছে লাল-সবুজদের ওপর।
এই চাপ আর সমালোচনার মাঝেই স্বস্তির কথা শোনালেন অধিনায়ক লিটন দাস। লাহোরে সিরিজের প্রথম ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লিটন বলেন, বাংলাদেশ যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। তবে স্বীকার করে নেন, সাম্প্রতিক সময়ে দল ধারাবাহিক পারফর্ম করতে পারছে না। এ অবস্থার পরিবর্তন ঘটানোর জন্যই তারা কাজ করে যাচ্ছেন।
লিটন বলেন, ‘আমরা জানি আমাদের কোথায় কোথায় ভুল ছিল। চেষ্টা করব যেন সেই ভুলগুলো আর না করি। আমরা ইতিবাচক চিন্তা করছি এবং বিশ্বাস করি আমরা ঘুরে দাঁড়াতে পারব।’ তার কথায় ফুটে ওঠে দলের আত্মবিশ্বাস আর নিজেদের প্রতি আস্থা।
গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দারুণ সাফল্যের পর কয়েক মাসের ব্যবধানে আমিরাতের মতো দলের কাছে হেরে যাওয়াটাই বোঝায় দলের অধারাবাহিকতা। লিটনও মানছেন, ধারাবাহিকতা না থাকলে বড় দল হওয়া সম্ভব নয়। আর সেই ঘাটতিগুলোই এখন পূরণ করতে চায় দল।
তিনি বলেন, ‘যদি ধারাবাহিক হতে পারতাম, তাহলে হয়তো আমরা বিশ্বের সেরা দলগুলোর একটি হয়ে উঠতাম। আমাদের এখনও অনেক শেখার বাকি আছে। প্রতিটি সিরিজই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, আমরা সেসব মোকাবিলা করার প্রস্তুতিই নিচ্ছি।’
এমন মনোভাবই বলে দেয়, বাংলাদেশ দল হারের আঘাতে ভেঙে পড়েনি। বরং সেটা থেকে শিখে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছে। এবার দেখার বিষয়, লাহোরের ময়দানে সেই চেষ্টার কতটা প্রতিফলন দেখা যায়।
বিশ্বমানের প্রতিপক্ষের বিপক্ষে এই সিরিজ কেবল জয়-পরাজয়ের প্রশ্ন নয়, এটি একটি মানসিক শক্তি পরীক্ষাও। আর সেই পরীক্ষায় উতরানোর জন্যই প্রস্তুত লিটনের বাংলাদেশ।