প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৬:১৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে ভোর রাতে ফের ১৯ জন বাংলাদেশিকে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশ ইন হওয়া এই নাগরিকদের মধ্যে রয়েছে ৭ জন পুরুষ, ৭ জন নারী এবং ৫ জন শিশু। তারা সবাই পাঁচটি পরিবারের সদস্য বলে জানিয়েছে বিজিবি।
সোমবার ভোরে ফেনী নদীর পানি পেরিয়ে তাদের বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দেয়া হয়। সীমান্তের যামিনীপাড়া জোনের কৃষ্ণ দয়াল পাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সরোয়ার জানান, সীমান্তে নজরদারি চালানোর সময় বিজিবি সদস্যরা তাদের দেখতে পান এবং সঙ্গে সঙ্গে হেফাজতে নিয়ে নেন।
এই ১৯ জন বর্তমানে আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে রাখা হয়েছে। তারা সবাই ভারতের হরিয়ানায় কাজের সন্ধানে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে। সেখানে আটক হওয়ার পর বিমানে করে আগরতলায় নিয়ে যায় ভারতীয় কর্তৃপক্ষ।
সেখান থেকে দক্ষিণ ত্রিপুরার গুলোমনিপাড়ায় আনা হয় তাদের। এরপর সোমবার ভোরে জোরপূর্বক ফেনী নদী পেরিয়ে বাংলাদেশে পুশ ইন করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় পক্ষ কোন পূর্বানুমতি বা কূটনৈতিক প্রক্রিয়া ছাড়াই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম জানান, অনুপ্রবেশকারীদের দাবিমতে তারা কুড়িগ্রামের বাসিন্দা। প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। সঠিক পরিচয় নিশ্চিত হলে তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, চলতি মে মাসেই তিন দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ১০৪ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে এবং আনুষ্ঠানিক প্রতিবাদ পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।