ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আপন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্বপ্রাপ্ত মো. মোশারফ হোসাইন এই তথ্য নিশ্চিত করেন। নোটিশে বলা হয়, অভিযোগের বিষয়ে আপন মিয়াকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। ব্যর্থ হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য মো. আপন মিয়া ওয়ারিশ সনদ প্রস্তুতের সময় একটি পরিবারের শুধু এক পক্ষকে বিবেচনায় নিয়ে সনদ তৈরি করেন। পরে জানা যায়, ঐ পরিবারের আরও একটি পক্ষ রয়েছে যাদেরকে সনদে অন্তর্ভুক্ত করা হয়নি।
এ বিষয়ে ইউপি সদস্য আপন মিয়া বলেন, “ওই পরিবারের দুই পক্ষ আছে তা আমি জানতাম না। এক পক্ষকে ওয়ারিশ সনদ দেওয়ার পর জানতে পারি তাদের আরও একটি পরিবার রয়েছে। তারা আমাদের এলাকায় থাকেন না, তাই ভুলবশত এটা হয়েছে। পরে আমি তা সংশোধন করে দিয়েছি।”
তবে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন, “আপন মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ আমরা খতিয়ে দেখছি। তাকে তিন কার্যদিবসের মধ্যে প্রমাণসহ জবাব দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়ভাবে এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, জনপ্রতিনিধিদের এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা সাধারণ মানুষের জন্য হয়রানি এবং ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করছেন অনেকে।