প্রকাশ: ১৯ মে ২০২৫, ২১:৩৯
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নয় সদস্যের এডহক কমিটি সম্প্রতি অনুমোদন পেয়েছে। কমিটি জেলার ক্রীড়া কার্যক্রম নিরীক্ষণ, উন্নয়ন এবং আয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য দায়িত্ব পালন করবে।
এডহক কমিটি অনুমোদন দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ। সোমবার (১৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে সচিব মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা-২(১৫) অনুযায়ী গঠিত গঠনতন্ত্র মেনে কার্যকর করা হয়েছে।
প্রকৃত পদাধিকার বলে কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন নোয়াখালী জেলা প্রশাসক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা। এ ছাড়া সাবেক ক্রিকেটার ও সংগঠক অধ্যাপক নিজাম উদ্দিন পিন্টু, সাবেক ফুটবল ও ভলিবল খেলোয়াড় মো. ইকবাল হোসেন, ক্রীড়া সংগঠক নুরুল আমিন খান, সংগঠক ইঞ্জিনিয়ার খালেদুজ্জামান, সংগঠক ইমরান হোসাইন তুহিন, ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলাম এবং ক্রীড়া সাংবাদিক ও টেলিভিশন প্রতিনিধি এ এস এম নাসিম সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নির্ধারিত মেয়াদে কমিটি জেলা ক্রীড়া সংস্থার বাজেট প্রস্তাব, প্রশিক্ষণ কর্মসূচি এবং স্থানীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনসহ নানা ধরনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে। সদস্যরা নিয়মিত সভা করে কার্যক্রম পর্যালোচনা করবেন এবং জেলা পর্যায়ে ক্রীড়া উন্নয়ন নীতিমালা প্রণয়নে সহায়তা করবেন।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বলেছেন, এডহক কমিটি জেলা পর্যায়ের ক্রীড়া কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তিনি আশা করেন, কমিটি দক্ষভাবে দায়িত্ব পালন করে নোয়াখালীতে ক্রীড়ার সূচনাকে গতিশীল করবে।
নোয়াখালী জেলা প্রশাসন সূত্র জানায়, এডহক কমিটির কাজের মধ্যে রয়েছে ক্রীড়া স্পনসরশিপ চুক্তি পর্যালোচনা, ক্রীড়া অবকাঠামো সংক্রান্ত প্রকল্প অনুমোদন এবং খেলোয়াড়দের প্রশিক্ষণ সংক্রান্ত তদারকি। এসব কার্যক্রমে সমন্বয় রেখে সরকারি ও বেসরকারি সহযোগিতার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় খেলোয়াড়–প্রশাসক এবং ক্রীড়া প্রিয় মহল ইতোমধ্যে এডহক কমিটির ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, নতুন কমিটি জেলা ক্রীড়া সংস্থাকে গতিশীল করে দ Braves করে তুলবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব নিশ্চিতে ভূমিকা রাখবে।