
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২১:৮

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ণ পরীক্ষায় শিক্ষক ও অভিভাবকদের অনিয়মের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ব্ল্যাকবোর্ডে প্রশ্নের উত্তর লিখে দিচ্ছেন এবং মুখে মুখে বলে দিচ্ছেন। একই সময়ে কিছু অভিভাবক সরাসরি পরীক্ষার হলে প্রবেশ করে শিক্ষার্থীদের খাতায় উত্তর লিখে দিচ্ছেন।
