বরিশালের হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের মেঘনা নদীতে যৌথ অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেণু ও জাটকা। বৃহস্পতিবার দুপুরে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড হিজলার এ অভিযান নদীর অভয়াশ্রম এলাকায় পরিচালিত হয়। অভিযানে অংশ নিয়ে হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, স্থানীয় জেলেরা নিষিদ্ধ সময়ে চিংড়ির রেণু ও জাটকা আহরণ করছিল। খবর পেয়ে যৌথ টিম অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করে।
অভিযানে ৬ হাজার গলদা চিংড়ির রেণু পোনা, ১২০ কেজি জাটকা, ২১০টি রেণু ধরার বিশেষ জাল এবং ১৮টি এলুমিনিয়ামের পাতিল উদ্ধার করা হয়। রেণু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়। নদীর জীববৈচিত্র্য বজায় রাখতে এবং জেলেদের সচেতন করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জব্দ করা জাটকাগুলো বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এনে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। এতে শুধু যে আইন প্রয়োগ হয়েছে তা নয়, সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্তও স্থাপন হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এসব কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণও লক্ষ্য করা গেছে।
অভিযান শেষে নদী থেকে জব্দকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষায় সরকার যে কঠোর অবস্থানে রয়েছে, এই অভিযান তা স্পষ্টভাবে তুলে ধরেছে। অবৈধভাবে মাছ ধরা রোধে এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা।
এদিকে স্থানীয় বাসিন্দারা এই ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, সচেতনতা ও আইনের প্রয়োগের মাধ্যমে নদীর প্রাণবৈচিত্র্য রক্ষা সম্ভব। হিজলাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।