প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৭
চট্টগ্রামের রাউজানে রাতে বাসায় ভাত খাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মুহাম্মদ মানিক আবদুল্লাহ নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত মানিক আবদুল্লাহ ওই গ্রামেরই আবদুল মোতালেবের ছেলে এবং দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে অবস্থানের পর গত বছরের অক্টোবরে দেশে ফেরেন।