খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার সকাল সাড়ে সাতটার দিকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মিছিলটি ছিল সরকার পতনের পর খুলনায় আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য কর্মসূচি।
সকালের শান্ত পরিবেশে আচমকা ব্যানার ও স্লোগান নিয়ে একটি দল মিছিল শুরু করলে পথচারীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা যায়। মিছিলের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। মিছিলে ব্যবহার করা ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি স্পষ্ট দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ এমন নানা স্লোগান দেন। তারা কয়েক মিনিট অবস্থান করেই এলাকা ত্যাগ করেন।
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ কর্মসূচিতে কোনো পরিচিত মুখ অংশ নেয়নি। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপেক্ষাকৃত অচেনা নেতা-কর্মীদের দিয়ে এই মিছিলের আয়োজন করা হয়েছে, যেন পরিচয় গোপন রাখা যায়।
জিরো পয়েন্ট এলাকা খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার আওতাভুক্ত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাশার বলেন, মিছিলকারীরা হঠাৎ গাড়ি থেকে নেমে রাস্তায় অবস্থান নেয় এবং দ্রুত মিছিল শেষে সরে পড়ে। পুলিশের উপস্থিতি সীমিত থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়নি, তবে মিছিলকারীদের শনাক্তে চেষ্টা চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোরবেলায় রাস্তাঘাট ফাঁকা থাকায় এ ধরনের মিছিল দেওয়া সম্ভব হয়েছে। তবে এর পেছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এমন মিছিল হলো, তা নিয়ে প্রশাসনের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের মতে, পরিস্থিতি যেন আর উত্তপ্ত না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকা পালন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনাস্থলে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।