প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:২১
সিলেট টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ব্যাটিং শুরু হয়েছিল আশাবাদীভাবে, কিন্তু পরবর্তীতে কিছুটা বিপদে পড়তে দেখা যায় টাইগারদের। রোববার (২০ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ভালো শুরু পাওয়া যায়। দুজন মিলে ৩১ রান যোগ করেন, কিন্তু এক রানের ব্যবধানে দুই ওপেনারের বিদায়ের পর দলীয় সংগ্রহ থমকে দাঁড়ায়। সাদমান ২৩ বল খেলে ১২ রান করে সাজঘরে ফিরে যান। এরপর জয়ের ১৪ রানের ইনিংসও খুব দীর্ঘ হতে পারে না এবং তিনি দ্বিতীয় ওপেনার হিসেবে ফিরে যান।