প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:৮

নওগাঁর আত্রাই উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালী শীষে দুলছে বোরো ধান। মাঠের পর মাঠ যেন সবুজ আভা কাটিয়ে সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে। ধানের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে কৃষকের মুখে ফুটে উঠেছে প্রশান্তির হাসি। চারদিকে শুধু ধান আর ধান, হাওয়ায় দুলছে কৃষকের দীর্ঘ অপেক্ষার ফসল। এই দৃশ্য দেখে থমকে দাঁড়ায় পথিক, ফিরে তাকায় বারবার।
