প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৯:২০

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাহান পট্টি আদিবাসী এলাকায় ঘরের ভেতর ও আঙিনায় সুকৌশলে চোলাই মদ তৈরির কাঁচামাল মজুত ও চোলাই মদ উৎপাদনের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার চোলাই মদ ও কাঁচামাল জব্দ করা হয়।
