দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাহান পট্টি আদিবাসী এলাকায় ঘরের ভেতর ও আঙিনায় সুকৌশলে চোলাই মদ তৈরির কাঁচামাল মজুত ও চোলাই মদ উৎপাদনের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার চোলাই মদ ও কাঁচামাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। সাথে ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।
অভিযানে পাহান পট্টি এলাকার আদিবাসী পাড়ার একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে চোলাই মদ তৈরির জন্য সংরক্ষিত ৪০ বস্তা কাঁচামাল জব্দ করা হয় যার বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। এছাড়াও জব্দ করা হয় ২২ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ যার মূল্য ৮,৮০০ টাকা, বোতলজাত চোলাই মদ ২৫টি যার মূল্য ২,৫০০ টাকা এবং ৪০ কেজি চিরোজপাতার গুঁড়া যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে চোলাই মদ উৎপাদন ও বিপণন করে আসছিল একটি চক্র। এর ফলে এলাকাটিতে সামাজিক সমস্যা, বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের প্রবণতা বাড়ছিল। এ অবৈধ কর্মকাণ্ড দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
অভিযান শেষে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া ব্রিজ সংলগ্ন ছোট যমুনা নদীর তীরে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সামনে জব্দকৃত সব মালামাল পানিতে ফেলে ধ্বংস করা হয়।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, “চোলাই মদ তৈরির মতো অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। এর আগেও পাহান পট্টি এলাকায় অভিযান চালিয়ে মদ জব্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে কমিউনিটি পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহান পট্টি এলাকার আদিবাসী জনগোষ্ঠীকে মাদক ব্যবসা থেকে ফিরিয়ে আনতে বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।
স্থানীয় সচেতন মহল এই অভিযানের প্রশংসা জানিয়ে বলেন, প্রশাসনের এমন উদ্যোগে এলাকার যুব সমাজ রক্ষা পাবে এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।