কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চব্বিশ ঘণ্টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সম্পাদক সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত আগস্টে ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপ-সম্পাদক সালেকুর রহমান শাকিল (৩৪), ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম বাবু (৩২) এবং চরভূরুঙ্গামারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হক (৩৫)।
শাকিল ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকার আমজাদ হোসেনের ছেলে। বাবু ভূরুঙ্গামারীর বাগভান্ডার এলাকার আলহাজ্ব রমজান আলীর ছেলে। আব্দুল হক চরভূরুঙ্গামারী ইউনিয়নের ভেল্লিকুড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
শুক্রবার দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপ-সম্পাদক সালেকুর রহমান শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ।
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী বাজার থেকে ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম বাবুকে এবং সন্ধ্যায় চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর হয়েছে।