প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ২৩:৪৬
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণার পর বরিশালে কমেছে লোকাল পরিবহণের চলাচল। কেন্দ্রীয়ভাবে কোন সিদ্ধান্ত না হওয়ায় বরিশালের অভ্যন্তরীন রুটে বাস ভাড়া না বাড়লেও দূরপাল্লার পরিবহণ ও অভ্যন্তরীন রুটের লঞ্চগুলোতে ভাড়া কিছুটা বাড়িয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
এদিকে বরিশাল নগরীর তেলের পাম্পগুলোতে নেই যানবাহনের চাপ। অনেক পাম্পে দীর্ঘ সময় ধরে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে কর্মচারীদের। ব্যক্তিগত যানবাহনের চালকরা বলছেন, জ্বালানি তেলের দাম একবারে অনেক বেশি বাড়ায় এখন হিসেবে কষে চলার পাশাপাশি বিকল্প চিন্তাও করছেন তারা।
বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বলছেন, কেন্দ্রীয়ভাবে বাড়তি ভাড়ার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত না আসায় পূর্বের ভাড়ায়ই যাত্রী পরিবহণ করছেন তারা।
দূরপাল্লার বাস ও অভ্যন্তরীণ রুটের লঞ্চের স্টাফরা বলছেন, এখন পর্যন্ত ভাড়া বৃদ্ধির ঘোষণা পাননি তারা, তবে কিছু লঞ্চে ভাড়া বেশি নেয়া হচ্ছে। আর ভাড়া বেশি নেয়া না হলে, নতুন বাড়তি দামে কেনা তেলে খরচ পোষানো যাবে না বলে দাবি তাদের।
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রুপাতলী বাস টার্মিনাল থেকে সকালে যথানিয়মে বাস চলাচল করছে বলে জানিয়েছেন মালিক সমিতির নেতৃবৃন্দ। যদিও যাত্রীরা বলছেন, অভ্যন্তরীন রুটে পরিবহনের সংখ্যা কমানো হয়েছে। সেইসাথে দুরপাল্লার বাসে ভাড়াও কিছুটা বেশি নেয়া হয়েছে।
জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, এখনও কেন্দ্রীয়ভাবে বাস ভাড়া বৃদ্ধির কোন সিদ্ধান্ত আসেনি। তবে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়ে যাওয়ায় অভ্যন্তরীন রুটের বাস মালিকরা দ্রুত ভাড়া বৃদ্ধি করার জন্য জানিয়েছেন।
এদিকে হঠাৎ করে দেশব্যাপি জ¦ালানী তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ ঝটিকা মিছিল করেছে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
শনিবার দুপুরে মহানগর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এড়িয়ে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল নগরীতে প্রদক্ষিণ করে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে এসে শেষ করে।
এ সময় বক্তারা বলেন, সরকারের পতন না করা পর্যন্ত মহানগর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিজ নিজ স্থান থেকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান।