প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:১৯
টেকনাফ (কক্সবাজার) থেকে আমান উল্লাহ কবির: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলি এলাকায় র্যাবের বিশেষ অভিযানে দেড় লাখ পিস ইয়াবাসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গত ২০ জুলাই বিকালে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) টেকনাফ ক্যাম্পের সদস্যরা ছদ্মবেশে অভিযান চালিয়ে এ সফলতা অর্জন করেন। অভিযানে ধৃতরা হলো আবদুল হাকিমের পুত্র মোঃ আব্দুস সালাম (৩৩), মৃত ফরিদ আলমের পুত্র মোঃ আব্দুল্লাহ (৩৫), মৃত আহাম্মদ হোসেনের পুত্র মোঃ নজরুল ইসলাম প্রকাশ কালু (৩৪) এবং মৃত অলি সামছুল আলম (৫২)। তারা সবাই টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলি গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, টেকনাফের তুলাতলি ঘাটে একটি বড় ইয়াবা চালান পাচারের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকার ভেতর থেকে উদ্ধার করা হয় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন। ওই চারজন মাদক কারবারীকে গ্রেফতার করা হলেও তাদের সহযোগী আরও তিনজন পালিয়ে যায়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফে এ ধরনের মাদক বিরোধী অভিযান এলাকার জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে স্থানীয়রা মনে করছেন। মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে সমাজকে সুস্থ রাখা এবং অপরাধ কমানোর জন্য র্যাবের এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে মাদক কারবারীদের সক্রিয়তা এখনও রয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয়দের মধ্যে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এই ধরনের অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার শান্তি ও সুরক্ষায় বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ প্রকাশ করেছেন স্থানীয়রা।
মাদকদ্রব্যের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ দেশের নিরাপত্তা ও সমাজ কল্যাণে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। এই ঘটনাটি টেকনাফে নিরাপত্তা বাহিনীর দৃঢ়তার প্রতীক হিসেবে ধরা হচ্ছে এবং মাদক ব্যবসায়ীদের জন্য কঠিন বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।