প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:১০
নোয়াখালীর রাজনীতিতে আলোড়ন তুলেছে নিউইয়র্কে বিএনপি নেতা বজলুল করিম চৌধুরী আবেদের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই বিতর্কিত নেতার উপস্থিতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ দুই সহযোগীকে একই মঞ্চে নিয়ে অনুষ্ঠান করছেন কেন্দ্রীয় বিএনপি নেতা আবেদ। বিষয়টি নিয়ে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের সানকেন মিডোজ স্টেট পার্কে নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে আয়োজিত একটি গেট টুগেদার অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়। এই আয়োজনে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইকবাল বাহার চৌধুরী।
দুই নেতার বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন, ভূমি দখল এবং অর্থপাচারের অভিযোগ রয়েছে বলে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন। তারা দাবি করেন, ওবায়দুল কাদের ও তার ভাই কাদের মির্জার নির্দেশেই গত ১৭ বছরে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালানো হয়। এসব নেতার সাথে একই অনুষ্ঠানে বিএনপি নেতার অংশগ্রহণে প্রশ্ন উঠেছে তার রাজনৈতিক অবস্থান ও দায়বদ্ধতা নিয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ ছবি শেয়ার করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলছেন, আবেদ কি তবে আওয়ামী রাজনীতির পুনর্বাসনের কাজ করছেন? আবার কেউ এটিকে বিএনপির আদর্শ থেকে বিচ্যুতি হিসেবেও দেখছেন।
তবে এ বিষয়ে বিএনপি নেতা আবেদ দাবি করেন, তিনি ওই দুই নেতাকে চিনতেন না এবং আয়োজকরাও তাকে তাদের সম্পর্কে অবহিত করেননি। অনুষ্ঠানটি ছিল শুধুমাত্র একটি পুরষ্কার বিতরণী সভা। তিনি ২ মিনিটের শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন মাত্র।
নিউইয়র্কে অবস্থানরত ওই আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে স্থানীয় বিএনপি নেতাদের প্রতিক্রিয়াও সেভাবে পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের এ ধরনের মিলনমেলা ভবিষ্যতে রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে। এমনকি তৃণমূলের কর্মীদের আস্থা ও বিশ্বাসেও চিড় ধরতে পারে।