প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ২১:০
রাত থেকেই বাড়তে শুরু করেছে যানজট বেলা যত বারছে যানজটের সাড়ি ততই দীর্ঘ হচ্ছে। 'লকডাউন' সিথিলের দ্বিতীয় দিনে সাভারের দুটি মহাসড়কে প্রায় ৩৩ কিলোমিটার যানজট লেগে আছে এবং একটি সড়কে ২১ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে যানবাহনের জটলা লেগে আছে।
এই যানজট ও রোদের উত্তাপের কারণে চরম দুর্ভোগে পরেছে সাধারণ যাত্রীরা তবে যারা কোরবানির পশু নিয়ে ঢাকার বিভিন্ন হাটে যাবে তিব্র গরমে পশু নিয়ে বিপাকে পরেছেন পাইকাররা।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রীমোড়ে তীব্র যানজটের চিত্র দেখা গেছে।
জানা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা থেকে নবীনগরগামী ১৬ কিলোমিটার যানজট, ঢাকা-আরিচা মহাসড়ক নবীনগর থেকে হেমায়েতপুর ১৭ কিলোমিটার যানজট এবং টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া থেকে ধৌড় ২১ কিলোমিটার সড়কের ভিন্ন স্থানে যানবাহনের জটলা লেগে আছে থেমে থেমে চলছে পরিবহন।
এসব মহাসড়কে হাজার হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে।সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই এডিমন) আব্দুস সালাম বলেন, চন্দ্রা থেকে হেমায়েতপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা আপ্রান চেষ্টা করে এখন কিছুটা কমাতে পেরেছি। আমাদের ট্রাফিক পুলিশের সকল সদস্যের ছুটি বাতিল করা হয়েছে ও নতুন করে আরও ফোর্স যুক্ত করা হয়েছে।
যানজটের কারণ হিসবে তিনি বলেন, অতিরিক্ত গাড়ির চাপ ও ঘরমুখো মানুষের ভীড়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গরুর গাড়ি প্রবেশ করছে এবং দুই একদিনের ভেতর পোশাক কারখানা ছুটি হবে তাই আগেই মানুষ বাড়ি ফেরার চেষ্টা করছে। যত বেলা বারছে যানজট বেরেই যাচ্ছে। তবে আমরা সড়কে রয়েছি সড়কে যানজট নিরসনে চেস্টা করে যাচ্ছি।