কৃষকের সঙ্গে শত্রুতা করে রাতের আঁধারে ২ বিঘা জমির বাঁধাকপি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বোদা উপজেলার চন্দরবাড়ী ইউনিয়নের খনিকাপুর গ্রামে। ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর গ্রামের কৃষক আবুল কাশেম ২ বিঘা জমি বর্গা নিয়ে আবাদ বাঁধাকপি গাছের গোড়া কেটে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে চন্দরবাড়ী ইউনিয়নের খনিকাপুর গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে।
কৃষক আবুল কাশেম জানান, দেড় লাখ টাকা ধারদেনা করে দুই বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেছিলেন। বুধবার রাতে কে বা কারা সেগুলো কেটে তছনছ করেছে। তার ধারণা সম্প্রতি চন্দরবাড়ী ইউনিয়নের খনিকাপুর গ্রামের আলম ও সাজুর সঙ্গে ছাগল ছেড়ে দেওয়া নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কৃষক আবুল কাশেম তাদের তিনটি ছাগল খোয়ার দিয়ে দেন। এরই জের ধরে ১১ অক্টোবর মঙ্গলবার রাতের আঁধারে ২ বিঘা জমির বাঁধাকপি কেটে রেখে যায় তারা।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে আবুল কাশেম নিজের জমিতে গিয়ে দেখতে পান সব গাছের গোড়া কাটা বাঁধাকপি দেখতে পায়। এ দৃশ্য দেখে সেখানেই কান্নায় ভেঙে পড়েন তিনি। এতে অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, তিনি খনিকাপুর গ্রামের নষ্ট হওয়া সবজি তে পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।