সরাইলে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ১১ই নভেম্বর ২০২২ ০৬:১১ অপরাহ্ন
সরাইলে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কিছুদিনের মধ্যেই আমন ধান কাটা শুরু হবে। কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।(১১ নভেম্বর) শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে  কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। 


ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই  কৃষক হলেন, উপজেলার বারপাইকা আব্দুল কাশেম, মো. শামছু মিয়া, নোয়াগাঁও ইউনিয়নের মো. কাইয়ুম মুন্সী, মো. কাউছার মিয়া ও কালিকচ্ছ ইউনিয়ন  মো. রিফাত মিয়া, মো. হাবিব মিয়া। কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করেন, জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরাম হোসেন। আওয়ামী লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান, সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি মো. কায়কোবাদ সাধারণ সম্পাদক মো. বিলাল হোসেন।


কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খান, আওয়ামীলীগ নেতা আশরাফ উদ্দিন বাবুল উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীরা উপস্থিত ছিলেন।


কম্বাইন্ড হারভেস্টার মেশিন  মূল্য ৩২ লাখ টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন ৬টি ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।