সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে মেঘালয়ের বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছে। নিহত সাইদুল উপজেলার গামাইতলা খাসপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার সন্ধ্যায় সাইদুল সুপারি নিয়ে ভারতের মেঘালয় সীমান্তে প্রবেশ করলে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সাইদুল সুপারি চালান নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করেন এবং মেঘালয়ের আমপানগ্রী বস্তি এলাকায় ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় বিএসএফের গুলিতে তিনি নিহত হন।
সুনামগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার জানান, বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে সাইদুল মারা যান। বিশ্বম্ভরপুর থানার ওসি সাইদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী সাইদুল চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন।
সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও বিজিবি সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ কার্যক্রম বন্ধে স্থানীয়দের সহায়তা চাওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।