নওগাঁয় ধানের জমি দেখতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ৩০বছর বয়সী কৃষক সুজাদ হোসেন বুজরকান্তপুর গ্রামের (পূর্ব পাড়ার) চান্দু মিয়ার ছেলে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আজম উদ্দিন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আজম বলেন, দুপুর ১টায় দিকে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির পানি ধানক্ষেতে জমেছে কিনা সেটা দেখার জন্য দুপুর ২টার দিকে গ্রামের পাশে ধানের জমিতে যায় কৃষক সুজাদ হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এর পর স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ওসি আরো বলেন, বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় কোন অভিযোগ নেই। পরিবারের সদস্য কৃষক সুজাদ হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।