চলমান বিপিএলে সিলেট স্টাইকার্সের খারাপ শুরু। এখন পর্যন্ত দুটি ম্যাচের দুটি ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে দলটি। মঙ্গলবার (৭ জানুয়ারি) তাদের তৃতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে ব্যাট করতে নেমে এক সময় ৮ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সিলেট। তবে শেষ দিকে আরিফুল হকের ক্যামিওতে ১২৫ রানের সংগ্রহ পায় তারা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সিলেট স্টাইকার্স। প্রথম ওভারেই রনি তালুকদার কোন রান না করেই ফিরে যান তামিমের হাতে ধরা পড়ে। এর পরের ওভারে শাহিন আফ্রিদির বলে দুটি বাউন্ডারি মেরে দুর্দান্ত শুরু করলেও, রাকিম কর্নওয়াল নিজের ইনিংস বড় করতে পারেননি। তিনি ১২ বলে ১৮ রান করে শাহিন আফ্রিদির বলে মাহমুদউল্লাহ রিয়াদকে ক্যাচ দিয়ে ফিরেন।
তৃতীয় উইকেট জুটিতে ছোট্ট একটা পার্টনারশিপ গড়ে তোলেন জর্জ মুনসে ও জাকির হাসান। ৪৯ রানের পার্টনারশিপ গড়ার পর মুনসে ২৮ রান করে ফিরে যান। পরের বলেই অ্যারন জোন্স ২ বলে কোনো রান না করেই সাজঘরে ফিরে যান। এরপর সিলেটের ইনিংস আরো বিপদে পড়ে। জাকির হাসান ২৬ বল খেলে ২৫ রান করলেও তার ইনিংসও বড় হয়নি। তানজিম হাসান সাকিব ৫ বলে মাত্র ১ রান করে ফিরে যান।
৮৯ রানে ৮ উইকেট হারানোর পর সিলেট স্টাইকার্সের আশার আলো হয়ে ওঠেন আরিফুল হক। তিনি ২৯ বলে ৩৬ রান করে ফিরে যান ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে। এরপর ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট স্টাইকার্স।
বরিশালের পক্ষে রিশাদ হোসেন ও জাহানদাদ ৩টি করে উইকেট নেন, এছাড়া ফাহিম আশরাফ ২টি, শাহিন আফ্রিদি ও কাইল মেয়ার্স একটি করে উইকেট নেন।
সিলেট স্টাইকার্সের জন্য এটি ছিল একটি দুর্ভাগ্যজনক দিন, যেখানে তারা ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে যায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।