All photographs courtesy Albert Frisch / Sothebys

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ২:১৩

জার্মান ফটোগ্রাফার অ্যালবার্ট ফ্রিশের তোলা কিছু ছবি সম্প্রতি নিউইয়র্কের সোদেবিজ অকশন হাউজে নিলামে বিক্রি হয়েছে।
দেড়শো বছরেরও বেশি সময় আগে উত্তর অ্যামাজনের অরণ্যে ছবিগুলো তোলা হয়েছিল। ধারণা করা হয়, এই ছবিগুলোই অ্যামাজনের অরণ্যের ওপর সবচেয়ে প্রাচীন ছবি। মি. ফ্রিশের ছবিতে অরণ্যের সৌন্দর্য যেমন ধরা পড়েছে, তেমনি ফুটে উঠেছে টিকুয়ান, মিরানহা এবং কাইশানা জনগোষ্ঠীর অরণ্যাচারী মানুষের তৎকালীন জীবনযাত্রা।
এই ছবির সংগ্রহটি জর্জ লিওজিংগার ১৮৬৯ সালে প্রকাশ করেন। অ্যালবামে ৯৮টি ছবির অ্যালবিউমেন প্রিন্ট রয়েছে।
ALBERT FRISCH / SOTHEBYSঅ্যালবার্ট ফ্রিশ ১৮৬৩ সালে ছবি তোলা শুরু করেন। তার পরের বছর তিনি ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে চলে যান। সেখানে তার সাথে মি. লিওজিংগারের দেখা হয়। তিনিই মি. ফ্রিশকে অ্যামাজনের গহিন অরণ্যের ছবি তোলার দায়িত্ব দেন।
ALBERT FRISCH / SOTHEBYSমি. ফ্রিশ ১৮৬৭ সালে তার অ্যামাজন অভিযান শুরু করেন। পরবর্তী পাঁচমাসে তিনি পায়ে হেঁটে এবং নৌকায় প্রায় ১০০০ মাইল পরিভ্রমণ করেন। তিনি ১২০টিরও বেশি গ্লাস-প্লেট নেগেটিভ তৈরি করেন। এই কাজে তাকে একটি ভ্রাম্যমাণ ল্যাবোরেটরি সাথে রাখতে হয়েছিল।

ALBERT FRISCH / SOTHEBYSএসব ছবির অনেকগুলোই তৈরি হয়েছে 'কম্পোজিট নেগেটিভ' থেকে। মি. ফ্রিশ প্রকৃতি এবং মানুষের দুটো আলাদা ছবি তুলে একত্র করেন। ফলে ছবির মানুষকে ভাষ্কর্যের মতো মনে হয়।
ALBERT FRISCH / SOTHEBYS
ALBERT FRISCH / SOTHEBYS
ALBERT FRISCH / SOTHEBYS
ALBERT FRISCH / SOTHEBYS
ALBERT FRISCH / SOTHEBYS
ALBERT FRISCH / SOTHEBYSAll photographs courtesy Albert Frisch / Sothebys
সূত্র: বিবিসি বাংলা