পাচারের সময় ভূরুঙ্গামারীতে ২৮ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২৫ ০৭:১৪ অপরাহ্ন
পাচারের সময় ভূরুঙ্গামারীতে ২৮ কেজি গাঁজা উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক লাখ টাকা মূল্যের ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার রাতে সীমান্ত গলিয়ে ভারত থেকে গাঁজাগুলো বাংলাদেশের আনার সময় বিজিবির টহলদল সেগুলো উদ্ধার করে। যার মূল্য প্রায় লাখ টাকা।


বিজিবি জানায়, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের নাওডোর নামক স্থান থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি'র ময়দান বিওপি এলাকার মেইন পিলার-৯৭৭/১০-এস এর আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তির আচরণ দেখে বিজিবির টহলদলের সন্দেহ হয়। ময়দান বিওপির টহল দল ওই ব্যক্তিকে আটকের চেষ্টা করে। এসময় সে একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। বিজিবির টহলদলটি সেখানে তল্লাশী চালিয়ে একটি প্লাষ্টিকের ব্যাগে ২৮ কেজি গাঁজা পায়। গাঁজার সিজার মূল্য প্রায় ৯৮ হাজার টাকা।


বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য পাচার রোধে সীমান্তে বিজিবি’র অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।