মাদারীপুরের কালকিনিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৭০০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাহান্দার আলী জাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মুন্সি, জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম কাজী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোফাচ্ছিল সিকদার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকন, বীর মুক্তিযোদ্ধা আ. হান্নান সরদারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে বলেন, এ জাতি মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করতে পারবে না। তাদের প্রতি যত্নশীল হওয়া এবং শীতসহ বিভিন্ন দুর্যোগে পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।
মুক্তিযোদ্ধারা এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে এমন সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।