একদল চাঁদাবাজি করে পালিয়েছে, আরেকদল করুক চাই না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: শুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪ ০২:৩৩ অপরাহ্ন
একদল চাঁদাবাজি করে পালিয়েছে, আরেকদল করুক চাই না: জামায়াত আমির

যশোরে এক কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, “চাঁদাবাজি ও অনৈতিক কার্যকলাপ আমাদের আদর্শের সঙ্গে যায় না। শহীদের রক্তের সঙ্গে বেইমানি আমরা কোনোভাবেই করতে পারি না।”  


শুক্রবার সকালে যশোর ঈদগাহে জেলা জামায়াত আয়োজিত এই কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  


জামায়াত আমির তার বক্তৃতায় বলেন, “একদল চাঁদাবাজি করে পালিয়েছে, আরেক দল এসে তা করবে—এটা আমরা চাই না। দেশে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? শুধু হাতবদল হয়েছে। এসব কাজ করলে তা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি হবে। আমাদের নেতাকর্মীদের ফুটপাত, হাট-বাজার, বালুমহাল, জলমহাল কিংবা অন্য কোনো চাঁদাবাজি বা দখল কার্যক্রমে সম্পৃক্ত হওয়া চলবে না।”  


তিনি আরও বলেন, “৫ আগস্টের আগে দেশ দুঃশাসন ও দুর্নীতিতে নিমজ্জিত ছিল। আওয়ামী লীগের ইতিহাস দুঃশাসন আর দুর্নীতির ইতিহাস। আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে, ফ্যাসিবাদী শাসন কেবল জনগণের ইচ্ছাশক্তির কাছে হার মানে।”  


সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আজিজুর রহমানসহ বিভিন্ন জেলা আমির এবং সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।  


নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য শুধু ক্ষমতার হাতবদল নয়, বরং সুশাসন প্রতিষ্ঠা করা। এজন্য সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে।”  


কর্মী সম্মেলনে নেতাকর্মীদের উজ্জীবিত করতে শহীদদের ত্যাগ ও আদর্শের গুরুত্বও তুলে ধরেন তিনি। পাশাপাশি দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাও করেন।  


সম্মেলন শেষে নেতাকর্মীরা চাঁদাবাজি ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার অঙ্গীকার করেন। দেশজুড়ে জামায়াতে ইসলামীর এই সতর্কবার্তা নেতাকর্মীদের জন্য একটি নতুন বার্তা বহন করেছে।