পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে লাল কাকড়া ও কচ্ছপের অভয়াশ্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ড ফিস এর আওতায় ইকোফিস ২ প্রকল্পের অর্থায়নে চর গঙ্গামতি এলাকায় এ অভয়াশ্রম উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যান জলিল মাষ্টার, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কলাপাড়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মহসিন রেজা, ইকোফিস ২ পটুয়াখালী জেলা সহকারী গবেষক সাগরিকা স্মৃতি প্রমূখ।
গঙ্গামতি এলাকার পূর্বে হাফ কিলোমিটার এলাকা ও পশ্চিম পাশে তিন নদীর মোহনাতে হাফ কিলোমিটার এলাকা রেড জোন করে অভয়াশ্র ঘোষনা করেন উপজেলা প্রশাসন। আর এ অভয়াশ্রম বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ হাতে কলাপাড়া উপজেলা প্রশাসন,
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ও ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা ( টোয়াক)। সীবীচ এলাকাতে পর্যাপ্ত পরিমানের লাল কাকড়া বৃদ্ধি সহ কচ্ছপের ডিম পারাকে নিশ্চিত করে পরিবেশের ভারসম্য রক্ষায় এ প্রকল্প হাতে নেয়া হয়েছে।
টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, লকডাউন চলার কারনে সীবীচের দুই পাশে অসংখ্য লাল কাকড়ার বিচরণ দেখা যায়। অভয়াশ্রম নির্মান হওয়ায় প্রচুর পরিমানে এর বংশ বৃদ্ধি পাবে, পাশাপাশি পর্যটকদের জন্য এটি প্রকৃতিকে কাছ থেকে দেখার সুযোগ পাবে।
ইকোফিস সহকারী গবেষক সাগরিকা স্মৃতি জানান, জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে আমরা লাল কাকড়া ও কচ্ছপের অভয়াশ্রম নির্মানে উদ্যোগ নিয়েছি। লাল কাকড়া মাটির গুনগত মান বৃদ্ধি করে। পরিবেশের ভারসম্য রক্ষা করে। এদের প্রতি যত্নবান হওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব।
###
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।