কুয়াকাটায় ২ কেজির ইলিশ, রেকর্ড দামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ২২শে নভেম্বর ২০২৪ ০৮:৫৭ অপরাহ্ন
কুয়াকাটায় ২ কেজির ইলিশ, রেকর্ড দামে বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে বঙ্গোপসাগরে স্থানীয় জেলে জামাল হোসেনের জালে মাছটি ধরা পড়ে। বড় এই ইলিশটি বাজারে আনার পর নিলামের মাধ্যমে ১ লাখ টাকা মণ দরে এটি বিক্রি হয়।


রাসেল ফিস নামক একটি মৎস্য আড়ৎ থেকে মো. হাসান নামের এক মাছ ব্যবসায়ী এটি কিনে নেন। প্রথমে তিনি ৫ হাজার টাকায় ইলিশটি ক্রয় করেন এবং পরে অনলাইনের মাধ্যমে ৬ হাজার টাকায় বিক্রি করেন। বড় মাছটি দেখার জন্য স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।


স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, “এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। ভালো দামে মাছটি বিক্রি হয়েছে। বড় সাইজের মাছের চাহিদা সব সময়ই বেশি।”


জেলে জামাল হোসেন জানান, "এ বছর এটাই আমার জালে ধরা পড়া সবচেয়ে বড় ইলিশ। সাগরে এমনিতেই এখন মাছ কম পাওয়া যাচ্ছে, তবে বড় মাছ পাওয়ার আনন্দ অসীম।"


আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, “বড় ইলিশ বাজারে খুবই বিরল। এ কারণে নিলামে প্রতি মণ ১ লাখ টাকা দরে মাছটি বিক্রি হয়।”


কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে বড় মাছ পাওয়ার বিষয়ে কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “এ সাইজের মাছ সাধারণত গভীর সমুদ্রেই পাওয়া যায়। সমুদ্র মোহনার গভীরতা পলি জমে কমে যাওয়ার কারণে জেলেরা এ ধরনের মাছ কম পাচ্ছেন। মোহনাগুলো খনন করা হলে এবং জালের প্রশস্ততা বাড়ানো হলে বড় ইলিশের সংখ্যা বাড়বে।”


বাজারে এত বড় ইলিশ দেখতে উপচে পড়া ভিড় এবং নিলামে চড়া দামে বিক্রি স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে।